জীবনে প্রাণ আসুক। প্রতিটা মুহূর্তকে আমরা সুন্দর করে তুলি।
মানুষ যখন মানুষের দিকে তাকিয়ে হাসে, ভালোবেসে কথা বলে-পৃথিবী তখন সুন্দর হয়ে ওঠে। মানুষের দিকে ভালোভাবে তাকালে, মানুষকে ভালোবাসলে অনেক সমস্যা মিটে যাবে।
সহিংস, উগ্র, বদ কারা? যারা মূর্খ তারা নয় কি? কথা হচ্ছে, আমরা কেমন সমাজ চাই।
জ্ঞানের সমাজ নাকি অন্ধ হাহাকারের? সুস্থ জীবন আর প্রসারিত মনের আশা কি আমরা করব না? অনড়তার বিপক্ষে কি যাব না?
মন থেকে একজন বলে, জ্ঞানকে জ্ঞান দিয়ে মোকাবেলা করার সংস্কৃতি গড়ে তুলতে হবে।
বাঙালির ইতিহাসে এক শ্রেণীর বাজিকরের কথা আছে। তারা বাঘের গলায় রশি বেঁধে নিয়ে যেত। বাঘ পিটিয়ে দলামোচড়া করে, বাঘের গলায় হাত ঢুকিয়ে খেলা দেখাত। আমরা উত্তর ঔপনিবেশিক প্রজন্ম, ওইসব বাজিকরের সাহসের মতো হতে চাই।
যেতে চাই ঔপনিবেশিকতার বাইরে। নতুন কিছু চিন্তা করতে চাই, নতুন উপনিবেশের চক্কর থেকে মুক্তি চাই।
পেশীশক্তির আকাক্সক্ষা হলো, মানুষকে, তার আত্মাকে মৃত বানিয়ে রাখা। তাই পেশীশক্তির বাইরে, জ্ঞানের শক্তিতে আমরা বাঘের মতো বাঁচতে চাই। শোষিত নয়, আত্মমর্যাদায়, নিজেদের নির্মাণ করে, ইতিহাসের সব গতিবেগ ধারণ করে-সত্যিকারভাবে।
পতন তো অনেক দেখেছি। এবার তবে উঠে দাঁড়াই, মানুষের দিকে যাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।