আমাদের কথা খুঁজে নিন

   

বিজয় দিবসের নাটকে মৌটুসী

এ নাটকে কানাডা প্রবাসী আকলিমা লির ভূমিকায় অভিনয় করেছেন মৌটুসী। তার বিপরীতে অভিনয় করেছেন মোশাররফ করিম। মোশাররফ ‘রুদ্র’ নামের এক দেশপ্রেমিকের চরিত্রে অভিনয় করছেন।
এতে দেখা যাবে, রুদ্রর বাবা মুক্তিযুদ্ধে শহীদ হন। মুক্তিযোদ্ধা বাবার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করেন তিনি।

এরমধ্যে ফেইসবুকে তার সঙ্গে পরিচয় হয় কানাডাপ্রবাসী লির। ফেসবুকেই বন্ধুত্ব, প্রেম। প্রেমের টানে বাংলাদেশে চলে আসেন লি। তিনি রুদ্রকে নিয়ে যেতে চান নিজের দেশে। কিন্তু বাংলাদেশে অবস্থানকালে নিজের পারিবারিক পরিচয় নিয়ে উৎসাহী হয়ে ওঠেন লি।

লি আবিষ্কার করেন এক ভয়াবহ তথ্য।
মৌটুসী বলেন, “মুক্তিযুদ্ধ বিষয়টি আমার কাছে খুব স্পর্শকাতর। পাকবাহিনী আমার নানাকে ধরে নিয়ে গিয়েছিল। নানা আর ফিরে আসেননি। মুক্তিযুদ্ধের নাটকে অভিনয় করতে গেলে আমার সে কথাই মনে পড়ে।





এদিকে মৌটুসী অভিনয় করেছেন পারভেজ আমিনের ‘শোন বলি প্রেম’ নামের একটি একঘণ্টার নাটকে। সম্পর্কের টানাপড়েন নিয়ে নির্মিত এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার।
মৌটুসী এখন অভিনয় করছেন শিহাব শাহীনের ‘ভালোবাসার চতুষ্কোণ’ ও আলী ফিদা ইকরাম তোজোর ‘পরিবার পরিকল্পনা’ ধারাবাহিকে। প্রচারের অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘টিট ফর ট্যাট’ ধারাবাহিকটি। এ নাটকটি পরিচালনা করেছেন আলভী আহমেদ।


আফসানা মিমির ‘সাতটি তারার তিমির’ ধারাবাহিকেও অভিনয় করবেন বলে জানিয়েছেন মৌটুসী।
‘শোন বলি প্রেম’ শনিবার রাত ৯টায় এনটিভিতে প্রচারিত হবে। আর ‘কাকতাড়ুয়া বিজয় দিবসে রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.