আমি সততায় বিশ্বাস করি
জন্ম সৃষ্টির লক্ষে, কথাটা আমার অনেক ভালো লেগেছিলো..। এখন মাঝে মাঝে ভাবি, আসলে কি জন্ম সৃষ্টির লক্ষে..। তাই যদি হবে তবে কেনো প্রতিদিন এতো লাশ পড়ছে...। কতো মায়ের বুক খালি হচ্ছে প্রতিনিয়ত, সন্তান হারাচ্ছে তার পিতাকে, বোন হারাচ্ছে তার স্বামীকে, বাবা হারাচ্ছে তার সন্তানকে..। এটা কি আসলে স্বাধীনদেশ..।
৭১-এ যে দুধের সন্তানকে রেখে বাবা গিয়েছিলেন যুদ্ধে, সন্তান তার মায়ের কাছে বারবার জানতে চেয়েছিলো, মা বাবা কোথায়,বাবা কোথায়, মা বলেছিলেন " তোর বাবা তোর জন্য একটা লাল-সবুজের শার্ট কিনতে গেছে, তোর বাবার কাছে টাকা নেই তো, যেদিন টাকা জোগার হবে, সেদিন তোর জন্য একটা লাল-সবুজের শার্ট , আর আমার জন্য একটা লাল-সবুজের শাড়ী আনবে, আমরা অনেক মজা করব"। ছেলেটি বলেছিলো তার মাকে, "মা সেদিন কি আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যেতে পারবো, গুলির শব্দ কি থেমে যাবে" .একটা কষ্ট বুকে নিয়ে মা বলেছিলেন হঁ..।
ছেলেটির বাবা আর ফেরেনি, পরা হয়নি সেই লাল-সবুজের শার্ট, লাল-সবুজের শাড়ীর স্বপ্ন নিয়ে মাও চলে গেছেন ওপারে, সেও অনেক আগে..।
আজ তার দুটো সন্তান...। ৪৭ বছর পর সেই ছেলেটি আ্জ কাতরাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট-এ...।
বাসা থেকে বের হওয়ার আগে সন্তানদের কোলে নিয়ে বলেছিলেন, "বাসায় ফেরার সময় তোদের জন্য চকলেট নিয়ে আসব". আর চকলেট নিয়ে বাসায় ফেরা হয়নি...। হয়তোবা ৪৭ -এ থেমে যাবে তার জীবন ঘড়ি..., অথবা অন্যকিছু...। শেষ খবরটা কি জানিনা...।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।