যে মুখ নিয়ত পালায়......। ।
অনেক জ্বালাময়ী লেখা আছে চে গেভারারে পোষাক, মানিব্যাগ ইত্যাদিতে নিয়ে আসা নিয়ে। বিপ্লবের পোষাকে স্থানান্তরের এই প্রক্রিয়া একটি পুজিবাদি প্রক্রিয়া। এই সমগ্র প্রক্রিয়া বিপ্লব, চে গেভারার আদর্শ রে কি কিছু দিতে পারছে?
আমাদের বিজয়ের মাস ডিসেম্বর।
বিজয় দিবস ১৬ ই ডিসেম্বর। এই বিজয় দিবসে দেখা যায় লাল সবুজে মিলিত পোষাক পরিচ্ছদ। দেশপ্রেম, আবেগ এগুলাও মিশ্রিত থাকে সেইসব পোষাকে। ব্যবসায়ীদের বিশ্বাস যাই হোক, অন্তত সাধারণের বিশ্বাস এমনটাই।
এটা ভালো না খারাপ? আমাদের দেশপ্রেমের পোষাকীয় প্রকাশ?
বামপন্থা ডট কমের একটা লেখা, যেখানে বলা হইছে মুক্তিযোদ্ধাদের পোষাকের ব্যাপারে সেইটা পড়েই এই পোস্ট লেখা।
বেশিরভাগ মুক্তিযোদ্ধা ছিলেন কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ। মুক্তিযুদ্ধের পোষাক ও ছিল ভিন্ন রকম। তখন দূর্যোগের কাল। যুদ্ধের সময়। লুঙি, গামছা, স্যান্ডু গেঞ্জির সাথে অস্ত্র হাতে নিয়ে লড়ছিলেন দেশপ্রেমিক যোদ্ধারা।
এই দেশপ্রেম, এই বিজয়ের বর্তমান মধ্যবিত্তীয় যে পোশাকীয় লাল সবুজে বিবর্তন, তা কি অনেকদিন পরে কারো মনে সেইসব মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করাতে পারবে?
না কি এ কেবলি ফ্যাশন হবে...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।