ইকোনোমিস্ট
শেখ মুজিবর রহমান 'বাকশালের' জন্য প্রাণ দিয়েছেন; আজকাল আওয়ামী লীগকে গালী দেয়, "আওয়ামী লীগ পুনরায় বাকশাল কায়েম করার ষড়যন্ত্র করছে"; আওয়ামী লীগ প্রতিবাদ করে, "আমরা বাকশাল করছি না"; আওয়ামী লীগের কথায় বুঝা যায় যে, বাকশাল করাটা অপরাধের সমান। আমার প্রশ্ন, 'শেখ হাসিনা যে বলে, তারা শেখ সাহেবের আদর্শে বিশ্বাসী, সেই আদর্শটা কি: ৬ দফা, নাকি বাকশাল? ৬ দফা ও বাকশালের বাইরে শেখ সাহেব কিছু নেই, নাকি তৃতীয় কিছু একটা আছে?
৬ দফা উনি লিখেছিলেন পাকিস্তানী আমলে বাংগালীদের অধিকার সংরক্ষণের জন্য; পাকিস্তান থেকে বাংলাদেশের সৃস্টি হওয়ার পর, ৬ দফাকে কিভাবে অনুবাদ করা সম্ভব বাংলাদেশে প্রয়োগের জন্য? বাংলাদেশ হওয়ার পর, তিনি ৩ বছর কোন কিছুই করেননি, যদিও মানুষ থেকে তিনি ৩ বছর সময় চেয়ে নিয়েছিলেন। ৩ বছর চলে যাওয়ার পর, উনার হূশ ফিরে এসেছিল: তিনি বুঝেছিলেন যে, যাঁরা তাঁর সাথে রেসকোর্সে গিয়েছিলেন, যাঁরা তাঁর সাথে লালদীঘিতে গিয়েছেলন, যারা তাঁকে জেল থেকে বের কেছিলেন, যারা তাঁর কথায় যুদ্ধে গিয়েছিলেন, সেই জনতার ভাগ্য ফেরানোর অর্থনীতি কই!
তখন তিনি এক তত্বের কথা ভাবেন, সে তত্ব প্রয়োগের জন্য 'সর্বদলীয়' কোয়ালিশন দরকার, সেই কোয়ালিশন ছিল 'বাকশাল'; বাকশাল কোয়ালিশনকে ব্যব হার করে, সে তত্ব প্রয়োগের জন্য তিনি তৈরি হয়েছিলেন, সে তত্বের কথা আমি এখানে লিখলাম না। বাকশালই ছিল বাংগালীর অর্থনৈতিক স্বাধীনতার চাবি। বাংগালীরা অর্থনীতি, ফাইন্যান্স, পলিটিলে সায়েন্স, সোস্যাল সায়েন্স বুঝে না: ফলে বাংগালীরা বাকশাল বুঝতে পারেনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।