আজ আমি হাসপাতালে একটা সদ্যজাত (৪ দিন বয়সী) শিশুকে দেখলাম, যে কিনা ক্রমাগত কাঁদছে। সে গতরাত থেকেই একইরকমভাবে কাঁদছে। কোনভাবেই তার কান্না থামছে না। তার বাবা-মা সবাই দৌড়াদৌড়ি করছে আর ডাক্তার/হুজুরের কাছে যাচ্ছে কিন্তু তাতে কোন লাভই হচ্ছেনা। কেন এই শিশুটা কাঁদছে বলতে পারেন? একটা সমাধান কি দেওয়া সম্ভব?
আমি এইরকম কান্নারত আর একটা শিশু দেখেছিলাম বছর তিনেক আগে, সেই শিশুটির হার্টের বাল্বে ফুটো ছিল আমার কেন যেন এই শিশুটার কান্না দেখে ওই শিশুটির কথা মনে পড়ছে।
বিঃদ্রঃ শিশুটার কান্নার শব্দটা কিছুতেই মাথা থেকে সরাতে পারছি না। আমাদের ঘরেও এমন একটা শিশু এসেছে ওর একঘণ্টা আগে এবং সে আছে আমাদের পাশের কেবিনে।
প্লিজ হেল্প !!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।