আমাদের কথা খুঁজে নিন

   

শৈলকুপায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

ঝিনাইদহের শৈলকুপার উপজেলার গোয়ালবাড়ি গ্রামে আজ মঙ্গলবার সকালে দু'দল গ্রামবাসীর  মধ্যে ব্যাপক সংঘর্ষে নারীসহ অনন্ত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৫ জনকে শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, শৈলকুপার গোয়ালবাড়ি গ্রামে দীর্ঘদিন ধরে সাবেক মেম্বর সাকাওয়াত ও টুলু গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। আধিপত্য বিস্তার ও সামাজিক দল ভাঙ্গাকে কেন্দ্র করে সকাল সাড়ে ৭টার দিকে উভয়গ্রুপ দেশীয় অস্ত্র ঢাল-সড়কি ও রামদা নিয়ে গোয়ালবাড়ি গ্রামে সংঘর্ষে লিপ্ত হয়। শুরু হয় হামলা-পাল্টা হামলা। এতে বেশ কয়েকজন নারীসহ অনন্ত ২০ জন আহত হন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সবুরা, আল-আমিন, ময়নুদ্দিন ও শিল্পীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, সামাজিক বিরোধের জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। তবে এ ব্যাপারে কাউকে গ্রেফতার করা হয়নি।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.