ঝিনাইদহের শৈলকুপার উপজেলার গোয়ালবাড়ি গ্রামে আজ মঙ্গলবার সকালে দু'দল গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষে নারীসহ অনন্ত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৫ জনকে শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শৈলকুপার গোয়ালবাড়ি গ্রামে দীর্ঘদিন ধরে সাবেক মেম্বর সাকাওয়াত ও টুলু গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। আধিপত্য বিস্তার ও সামাজিক দল ভাঙ্গাকে কেন্দ্র করে সকাল সাড়ে ৭টার দিকে উভয়গ্রুপ দেশীয় অস্ত্র ঢাল-সড়কি ও রামদা নিয়ে গোয়ালবাড়ি গ্রামে সংঘর্ষে লিপ্ত হয়। শুরু হয় হামলা-পাল্টা হামলা। এতে বেশ কয়েকজন নারীসহ অনন্ত ২০ জন আহত হন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সবুরা, আল-আমিন, ময়নুদ্দিন ও শিল্পীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, সামাজিক বিরোধের জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। তবে এ ব্যাপারে কাউকে গ্রেফতার করা হয়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।