ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নওয়াপাড়া গ্রামে তুচ্ছ ঘটনকে কেন্দ্র করে আজ রোববার সকালে দু'দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩৩জনকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, রোববার সকাল সকাল ৮টার দিকে নওয়াপাড়া গ্রামের ইউপি সদস্য রতন মিয়ার আত্মীয়-স্বজন প্রতিবেশীদের বাড়ির পাশে আবর্জনা নিক্ষেপ করলে এ নিয়ে প্রতিবেশী বক্কারসহ কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রতন মেম্বর সমর্থিত গ্রামের মাতব্বর গোলাম মোস্তফা ও বক্কার সমর্থিত মুক্তার মাতব্বর গ্রুপের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ঢাল-সড়কি, রামদা, ছুরিসহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মহিলাসহ ৩৫ জন আহত হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।