ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কালী নদীর চর থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে আজ দুপুরে দু'দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
শৈলকুপা থানার ওসি মনির উদ্দিন মোল্লা জানান, জেলার শৈলকুপা উপজেলার হড়রা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কালী নদীতে জেগে উঠা চরের বালি সরকারের কাছ থেকে ইজারা নেন স্থানীয় মোমিন জোয়ার্দ্দার। কিন্তু ওই চর থেকে একই গ্রামের আকরাম শেখের লোকজন জোরপূর্বক বালু উত্তোলন করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাদেরকে বাঁধা দেয়।
এঘটনায় আজ দুপুর সাড়ে ১২টার দিকে দু'পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১২ জনকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও বাকিদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরবর্তীতে সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।