আমার আমি ....
পাখিদের কিচির মিচির শব্দে যে কৃষকেরা মাঠের ক্লান্তি দুর করত আজ তারা কান্নায় ভেঙ্গে পড়ছে হাজার হাজার পাখির মৃত্যুর খবরে। সকালে কৃষকেরা মাঠে গিয়ে দেখে মাঠের পর মাঠ এলোমেলো পড়ে আছে হরেক রকম চিরচেনা দেশীয় প্রজাতীর পাখি। গত রাতের কাল বৈশাখী ঝড়ে ঝিনাইদহের শৈলকুপার মদনপুর গ্রামের মাঠে ৩টি বাগানের বসবাসকারী প্রায় ১০হাজার পাখি মারা গেছে। এসব পাখির মধ্যে রয়েছে শালিখ, চড়ই, ঘুঘু, টিয়ে, সুইচড়া সহ নানা প্রজাতির সব পাখি।
শৈলকুপার মদনপুর গ্রামের মাঠে রয়েছে ৩টি মেহগনি গাছের বাগান।
এখানে বছরের পর বছর দেশীয় প্রজাতির বিলুপ্ত প্রায় অসংখ্য পাখি নিরাপদে বাস করে আসছে। এলাকার কৃষকেরা তাদের উৎপাত করত না। বরং কৃষি ও পরিবেশ বান্ধব পাখি হওয়ায় তাদের রক্ষা করত। কিন্তু গত রাতের প্রচন্ড কাল বৈশাখী ঝড়ে বাগানের হাজার হাজার পখি মারা যায়। বাগান মালিক সহ কৃষকদের ধারনা এখানে পাখির সংখ্যা ছিল ১০ হাজারের উপরে।
ঝড়ের কবলে পাখি মারা যাওয়ার খবরে কৃষকের পাশাপাশি সব শ্রেনী পেশার মানুষের মধ্যে যেন নেমে এসেছে শোকের ছায়া। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।