পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহিতার মামলার বিচারের জন্য গঠিত বিশেষ আদালতের বৈধতা চ্যালেঞ্জ করে একটি আপিল আবেদন করা হয়েছে। রাজধানী ইসলামাবাদের হাই কোর্টে এ আপিল আবেদন করেছেন রিয়াজ হানিফ রাহি নামে এক ব্যক্তি। এতে দাবি করা হয়েছে, পাকিস্তানের সংবিধান ও আইন লঙ্ঘন করে বিশেষ আদালত গঠন করা হয়েছে। আপিল আবেদনে পাকিস্তানের আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিশেষ আদালতের রেজিস্ট্রার এবং ফেডারেল ইনভেস্টিগেটিভ এজেন্সির পরিচালককে পক্ষ করা হয়েছে। ১৮ নভেম্বর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান জানান, জেনারেল মোশাররফের রাষ্ট্রদ্রোহিতার মামলার বিচার করার জন্য সংবিধানের ৬ অনুচ্ছেদের আওতায় সরকার বিশেষ আদালত গঠন করবে। এর কিছু দিন পর সুপ্রিম কোর্ট এ বিষয়ে সরকারের একটি আবেদন আমলে নেন এবং বিশেষ আদালত গঠনের নির্দেশ দেন। এরপর ৪ ডিসেম্বর ইসলামাবাদ হাই কোর্টের বিচারপতি নুরুল হক কোরেশি বিশেষ আদালত গঠনের বিরুদ্ধে করা একটি পিটিশন নাকচ করে দেন। আলজাজিরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।