প্রবীণ সাংবাদিক জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য আলাউদ্দিন আহমদ গতকাল দুপুরে মিরপুর ডেল্টা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। জাতীয় প্রেসক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। তিনি ১৯৭২ সালের ২৫ জানুয়ারি দৈনিক গণকণ্ঠে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতায় তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি দৈনিক দিনকালের সাবেক সিনিয়র সহকারী সম্পাদক ছিলেন। সাংবাদিকতায় আসার আগে তিনি বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার রচিত দুটি উপন্যাসের নাম সাগি্নক ও পাখিরা নাম গান গায়।
এ ছাড়া তার একটি কবিতার বইও রয়েছে। তিনি নাট্য সংগঠন আরণ্যকের সঙ্গে জড়িত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।