আমাদের কথা খুঁজে নিন

   

দায়রা আদালতেও আদিলুরের জামিন নাকচ

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্রর জামিন আবেদন আবারও নাকচ করেছেন আদালত। গতকাল ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন এ আদেশ দেন।

জামিন শুনানিতে আদিলুরের আইনজীবীরা আদালতকে জানান, আদিলুরকে ৫৪ ধারায় গ্রেফতার করে পুলিশ। আইন অনুযায়ী ৫৪ ধারায় গ্রেফতারকৃত কোনো আসামিকে ১৫ দিনের বেশি আটক রাখতে পারে না পুলিশ। আদিলুরকে অবৈধভাবে আটক রাখা হয়েছে। তাই তাকে জামিন দেওয়া হোক। জামিন দিলে আদিলুর পলাতক হবেন না। শুনানি শেষে বিচারক আদিলুরের জামিন আবেদন নাকচ করেন।

এর আগে গত ৪ সেপ্টেম্বর তথ্য ও প্রযুক্তি আইনে আদিলুর ও অধিকার এর পরিচালক নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ৫ সেপ্টেম্বর ঢাকা মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা মামলাটি বিচারের জন্য সাইবার ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে ওই সাইবার ট্রাইব্যুনালে জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারক একেএম শামসুল আলম দায়িত্ব পালন করছেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.