যুব এশিয়া কাপের গত আসরে আফগানিস্তানের কাছে হেরে সেমিফাইনালের আগেই ছিটকে পড়েছিল বাংলাদেশ অনূধর্্ব-১৯ ক্রিকেট দল। এবার ১৬ রানে হারিয়ে প্রতিশোধ নিল জুনিয়র টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত যুব এশিয়া কাপে প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৯ উইকেটে হারিয়েছিল জুনিয়র টাইগাররা। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে যুব দল। যুব এশিয়া কাপে জয় পেয়েছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ভারত ৯ উইকেটে হারিয়েছে নেপালকে, পাকিস্তান ১৫০ রানে ইউএইকে এবং শ্রীলঙ্কা ২৫৫ রানে হারিয়েছে মালয়েশিয়াকে। গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৫.১ ওভারে ১৬৯ রানে অলআউট হয় বাংলাদেশ জুনিয়ররা। জবাবে ৪৮.৪ ওভারে ১৫৩ রানে গুটিয়ে যায় আফগানিস্তান যুব দল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।