আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিতীয় দিনেও উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ বন্ধ

অবরোধের দ্বিতীয় দিনে আজ বুধবারও টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুরে বিক্ষোভ মিছিল ও মহাসড়কে অবস্থান নিয়ে সব ধরণের যান চলাচল বন্ধ করে দিয়েছে অবরোধ সমর্থকরা। এতে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদষ্টো অ্যাডভোকেট আহমেদ আযম খান ও সাধারণ সম্পাদক শামসুল আলম তোফার নেতৃত্বে জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে টাঙ্গাইল শহর বাইপাসের আশেকপুরে মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এ সময় মহাসড়কে খন্ড খন্ড মিছিল শেষে মাঝ সড়কেই বসে পড়ে নেতাকর্মীরা। এতে করে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৭২ ঘন্টার দ্বিতীয়দিনের মতো সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গতকালও একইভাবে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ করে দেয় অবরোধকারীরা। তবে শহরে সিএনজি অটোরিক্সা ও ট্যাম্পু চলাচল ও বঙ্গবন্ধু সেতু হয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.