মানিকগঞ্জে দ্রুত গতির ট্রলি চাপায় রিক্সা আরোহী কলেজ ছাত্রী নিহত হয়েছে। প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে।
দুর্ঘটনা স্থল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক জহিরুল ইসলাম, কলেজ ছাত্র আব্দুল্লা আল মামুন,ওয়ালিদ প্রমুখ।
বক্তারা ২৪ঘন্টার মধ্যে ট্রলি চালককে গ্রেফতার এবং অবৈধ নছিমন, করিমন, লরি শহরে চলাচল বন্ধ করার দাবী জানান, নিহত রিমি আক্তার (২২) ঘিওর উপজেলার নয়াচর গ্রামের আঃ জলিলের মেয়ে।
সে দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন বিভাগের ২য় বর্ষের ছাত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় আজ সকালে রিমি আক্তার মানিকগঞ্জ বাসষ্টান্ড থেকে রিক্সায় কলেজের দিকে যাচ্ছিলেন। কিছু দুর যাবার পর পিছন দিক থেকে বৈদ্যুতিক খুটি বোঝাই একটি ট্রলি রিক্সাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক টলি আটক করলেও চালক পারিয়ে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।