আমাদের কথা খুঁজে নিন

   

একটা গান ও অবশেষ

আমি আমার মত, তোমার জন্য নিলচে তারার একটু খানি আলো ভোরের রঙ রাতে মিসে কালো.................. আচ্ছা গানটা অনেক সুন্দর না ? হুম অনেক সুন্দর । এটা কার গান জানো? এটা অর্ণব এঁর গান । তোমাকে বলছে ,এটা অর্ণব এর গান না । তুমি বেশি জানো? হুম আমি বেশি জানি । তো বাজি হয়ে যাক, ওকে বাজি ।

তো কিসের বাজি শুনি ? তুমিই বল । আচ্ছা তুমি যদি জেত তো তোমাকে আইসক্রিম খাওয়াব। আরে রাখো তোমার আইসক্রিম , আমি তো আরও বেশি কিছু চাই । ওই দুস্তু আর কি চাও শুনি ? তোমাকে ! আমি তো তোমারি আছি । মেয়ে আমি তোমাকে চাই আমার মন ও শরীরে ।

ছিঃ ,ফয়সাল তুমি এতো খারাপ হয়েছ কবে ? আরে আমি তো মজা করলাম । অবশেষে , , , , চার বছর পর আবার দেখা ? তারপর তোমার কেমন চলছে ? ভালো , পড়ালেখার অনেক চাপ, পুরা লাইফ হেল । তোমার কি অবত্থা , ভাবনা আমার শিমুল ডালে , লালচে আগুন জালে, মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে , একমুঠো রোদ আকাশ ভরা তারা, ভিজে মাটিতে জ্বলের নক্সা করা মনকে শুধু পাগল করে ফেলে । এটা অর্ণব এর গান । আমি হারছি , ভালো থেকো ।

। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.