আমাদের কথা খুঁজে নিন

   

মিরপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ

বৃহস্পতিবার ভোরে মিরপুরের মনিপুরের একটি বাসা থেকে শরমিন মোরশেদ মাহা (২৮) নামের ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার স্বামী মোরশেদী আলম শিবলীর দাবি, মাহা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
মাহার ছোট ভাই আয়াজ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় চার বছর আগে শিবলীর সঙ্গে তার বোনের বিয়ে হয়।
“বিয়ের পর থেকেই শিবলী ও তার বাবা ব্যবসা করার জন্য আমার বোনের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিল। কিন্তু আমার বোন বাবার বাড়ি থেকে টাকা দিতে রাজি হয়নি।

এজন্য তাকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। ”
এ কারণে মাহা দুই মাস আগে মগবাজারে বাবার বাসায় চলে গিয়েছিলেন জানিয়ে আয়াজ বলেন, “১৬ ডিসেম্বর কৌশলে মাহাকে বাসায় নিয়ে যায় শিবলী। আমার বোনকে হত্যা করা হয়েছে। ”
তিনি বলেন, মাহার গাল ও কপালে কাটা দাগ ছিল। গলায় কালো দাগ থাকলেও তা ফাঁস দিয়ে আত্মহত্যার বলে মনে হয়নি।


মিরপুর থানার ওসি সালাউদ্দিন আহমেদ বলেন, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তে হত্যার প্রমাণ পাওয়া গেলে সে নুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।