সিরাজগঞ্জের কোনাবাড়ি এলাকায় ২টি পণ্যবাহী ট্রাকে আগুন এবং অন্তত ৫টি ট্রাক ভাঙচুর করেছে অবরোধকারীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বৃহস্পতিবার ভোরে অবরোধ সমর্থনকারীরা বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কোনাবাড়িতে পিকেটিং করার সময় কোনাবাড়ী চৌরাস্তা ও সীমান্ত বাজার এলাকায় ২টি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এসময় তারা আরও অন্তত: ৫টি ট্রাক ভাঙচুর করে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পর ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
এদিকে, সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের কাঠেরপুল এবং সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক টুকরা ছোনগাছা ও খোকসাবাড়ি এলাকায় টায়ার জ্বালিয়ে এবং গাছের গুড়ি ফেরে সড়ক অবরোধ করে বিএনপি-জামায়াতকর্মীরা।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে অবরোধকারীরা সরে পড়েন। জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।