আমাদের কথা খুঁজে নিন

   

জানা এবং বুঝা দরকার

আমি এমন এক বৃত্তের ভিতরে বড় হইছি যার মধ্যে থেকে আমি কোনদিন ইভটিজিং দেখি নাই শুধু নামই শুনছি । কলেজে যাইয়াই তাহা চক্ষের সামনে দেখিলাম কয়েকবার । কিছু কওয়ার সাহস হয় নাই । আমি ছয় ফিটের কাছা কাছি হইলেও , ৮৬ কেজি ওজনের হইলেও , হৃদয়ে খভ থাকলেও সাহস বড়ই কম । আমি নিশ্চয়তা দিতে পারি আমার স্কুলের বন্ধুদের মধ্যে এমন এক জনও নাই যে কিনা এই মহা মূল্যবান কাজ করে ।

আপনি মেয়ের বন্ধু হন আমি না করুম না , প্রেম নিবেদন করেন আমি না করুম না , জড়াইয়া ধইরা হাঁটেন আমার খারাপ লাগবে কিন্তু তাও কিছু কমু না কিন্তু তাকে আপনি অপদস্ত করবেন এইটা আমি কেমনে মানুম যদিও আমি আপনার পশ্ছাদ্দেশতুল্য মুখে একটা থাপ্পড় বসাইতে পারুম না । কিন্তু মনে মনে উহার উপর হাগিতে মজা পাই । মা ছাড়া তো আর পৃথিবীতে আসেন নাই । মা আছে , যেহেতু মা সেহেতু তিনি নারী তো তিনি বিয়ের আগে কুমারী মেয়ে ছিল এখন চিন্তা করেন আপনারে যদি কেউ আইসা বলে ওই লোকটা তোর মায়রে তার বিয়ার আগে জ্বালাইত সেইটা আপনার কেমন লাগিবে বাছা ধন । নারীকে ভালোবাসো , ইজ্জত কর ।

না হলে তুমি বিয়ের পর তোমার ছেলেকে কোলে নিয়ে যখন মার্কেটে যাবা পাশে তোমার বউ থাকবে আর তখন এই রকম এক মেয়ে আসলো যাকে তুমি টিজ করেছিলা আর তখন সে তোমার সামনে তোমার সুকর্মের কথা আউরাইল তখন তুমি তোমার ছেলেকে কি বলবা আর বউ যে পাশে নাই সেইটাও খেয়াল করবা না । আমার মা আছে , বোন আছে , ভাছতি আছে , ভাগ্নি আছে ---- এদের নিরাপত্তার কথা আমাদেরই চিন্তা করতে হবে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.