আমাদের কথা খুঁজে নিন

   

আঁখির ১৮তম একক

'বোকা মন' শিরোনামের একটি অ্যালবাম নিয়ে এবার শ্রোতাদের সামনে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। এটি তার ১৮তম একক অ্যালবাম। 'বোকা মন' শিরোনামের অ্যালবামটি আসন্ন পহেলা বৈশাখে প্রকাশ হবে। এর আগে 'বোকা মন'র মিউজিক ভিডিও নির্মাণ করেন আঁখি। ইতোমধ্যে এটি ইউটিউবেও প্রকাশ করেছেন।

ভিডিওটি নিয়ে শ্রোতাদের ব্যাপক সাড়া পাওয়ায় এ গানের শিরোনামেই অ্যালবামের নামকরণ করেন তিনি।

আঁখি বলেন, 'অ্যালবামের নাম নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। কিন্তু 'বোকা মন'র মিউজিক ভিডিও নিয়ে সাড়া পাওয়ায় অ্যালবামের নামকরণের সিদ্ধান্ত নিয়েছি। আঁখি আরও বলেন, 'অনেক সময় নিয়ে গানগুলোর রেকর্ডিং করেছি। ইতোমধ্যে এর যাবতীয় কাজ শেষ হয়ে গেছে।

ইচ্ছা আছে পহেলা বৈশাখে অ্যালবামটি প্রকাশ করার। এ ছাড়া অ্যালবামের আরেকটি গানের মিউজিক ভিডিও নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। রাজনৈতিক অস্থিরতা কমলেই দৃশ্যধারণ শুরু করব। ' এদিকে, এ অ্যালবামের সুবাদে প্রথমবারের মতো আঁখি ভিনদেশি সংগীত পরিচালকের সুর ও সংগীতে গান করলেন। এর দুটি গানের সুর ও সংগীত করেছেন কলকাতার সংগীত পরিচালক বিশ্বরূপ ঘোষ।

আঁখি বলেন, 'বিশ্বরূপ দা খুবই গুণী সংগীত পরিচালক। মনের মাধুরী মিশিয়ে তিনি গান দুটির সুর ও সংগীত করেছেন। এ ছাড়া বেশ যত্ন নিয়ে অ্যালবামটি সাজিয়েছি। আশা করি, শ্রোতামহলেও গানগুলো প্রশংসিত হবে। '

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।