YOU'RE LOOKING AT ME BUT I'M LOOKING THROUGH YOU
১।
আকাশে আজ ছড়িয়ে দিলাম, প্রিয়
আমার কথার ফুল গো
আমার গানের মালা গো
কুঁড়িয়ে তুমি নিও
২।
One day when the sky is
falling, I'll be standing
right next to you
৩।
মেঘলা আকাশ মেঘলা দিনে
মেঘে ঢাকা জোছনা
একলা বাতাস একলা মনে
তুমি ছাড়া যাব না
শ্রাবণ জলে ভিজে ভিজে
ভালবাসা নেব খুঁজে
ভালবেসে অপরাধী হব দুজনায়
৪।
ভাল আছি
ভাল থেক
আকাশের ঠিকানায়
চিঠি লিখ
দিও তোমার মালা খানি
বাউলের এই মনটারে
৫।
চাঁদকে যেমন ঘোমটা দিয়ে
আড়াল করা যায় না
কারো মনের ভালবাসা
তেমনি আড়াল হয় না
৬।
শ্রাবণের মেঘগুলো
জড়ো হল আকাশে
অঝোরে নামবে বুঝি
শ্রাবণের ধারায়ে
(আলো আসবেই....)
৭।
একটু যদি তাকাও তুমি
মেঘগুলো হয় সোনা
আকাশ খুলে বসে আছি
তাও কেন দেখছ না
একই আকাশ মাথার উপর
এক কেন ভাবছ না
আকাশ খুলে বসে আছি
তাও কেন দেখছ না
৮।
কেন মেঘ আসে
হৃদয় আকাশে
তোমারে দেখিতে দেয় না
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না
(চলন্ত ট্রেনের জানালার গ্লাসের সামনে থেকে তোলা)
৯।
আকাশের সূর্য
আছে যতদিন
তুমি তো আমারই
আর কারো নয়
১০।
পরদেশী মেঘ
যাও রে ফিরে
বলিও আমার
পরদেশী রে
(ফোরডাম)
১১।
(ফোরডাম)
১২।
আকাশে কার বুকের মাঝে
ব্যথা বাজে
দিগন্তে কার কালো আঁখি
আঁখির জলে যায় ভাসি.......
১৩।
শীতল বাতাসে
দেখেছি তোমায়
মেঘমিলনে চেয়ে
রাগ করো না
১৪।
মেঘ বলেছে
যাব যাব
রাত বলেছে যাই
সাগর বলে
কূল মিলেছে
আমিতো আর নাই
১৫।
ঝর উঠেছে
বাউল বাতাস
আজকে হলো সাথী
সাত মহল আর স্বপ্নপূরীর
নিভলো হাজার বাতি
(স্যান্ডিময় রাত)
১৬।
গোধূলি লগনে মেঘে
ঢেকেছিল তারা
আমার যা কথা ছিল
হয়ে গেল সারা
১৭।
১৮।
বিকেলের শেষ আলো
একটু থাকো
গোধূলির ছায়া পেলে
যেও নাকো
রাত যেন ছুটি নেয়
তোমার আলো
তাই বাসি ভাল
সোনার আলো
১৯।
নিঝুম সন্ধ্যায়
পান্থ পাখিরা
বুঝিবা পথ ভুলে যায়
কুলায় যেতে যেতে
কি যেন কাকলি
আমায় নিয়ে যেতে চায়
২০।
আকাশ প্রদীপ জ্বলে
দূরের তারার পানে চেয়ে
আমার নয়নদুটি
শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে
২১।
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে
উছলে পড়ে আলো
ও রজনী গন্ধ্যা তোমার
গন্ধ সুধা ঢালো
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।