প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
পাছে কারো ঘুম ভাঙে এই ভয়ে আমি চোরের মতোন চলেছি পা টিপে টিপে
পাছে কারো দুঃখের কারণ হয়__এই ভয়ে আমি কঠিনজটিল বাক্য ছুঁড়ে মারি নি
পাছে কেউ মনোবেদনায় এতটুকু খারাপ জানে __এই ভয়ে আমি কারো দোষ ধরি নি
পাছে কারো কাছে গেলে গবেষণায় ব্যত্যয় ঘটে__এই ভয়ে আমি আতিথেয়তা বাদ দিয়েছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।