আমাদের কথা খুঁজে নিন

   

লন্ডনে ৫ম বাংলা ব্লগ দিবস সেলিব্রেট

কবিতা কোম্পানী (প্রাঃ) লিমিটেড

উইক ডে তে সবাই কে পাওয়া খুব দুস্কর, তারপরও ১৯ ডিসেম্বর ৫ম বাংলা ব্লগ দিবস সেলিব্রেট করার জন্য আমার কয়েকজন পূর্ব লন্ডনের বাঙালী অধ্যুষিত হোয়াইটচ্যাপেলে এক হয়েছিলাম। ক্রিসমাসের বিজি আর খুব খারাপ আবহাওয়ার জন্য অনেকেই আসতে পারেনি তবে ফোনে তাদের একাত্বতা আমাদের উদ্দীপ্ত করেছিল। প্রবাসীরা সব সময় হৃদয়ে বাংলাদেশ এঁকে বসে থাকে প্রিয় মাতৃভূমির প্রতিটি খুটিনাটির অপেক্ষায়, তাই বাংলা ভাষা, বাংলাদেশের অর্থ তাদের কাছে অন্যমাত্রার। সবাই কাজ শেষ করে আসতে আসতে সন্ধ্যা ৭ টা বেজে গিয়েছিল, যদিও লন্ডনে এখন সন্ধ্যা বিকেল ৪ টাতেই! আমরা প্রথমে আইডিয়া লাইব্রেরীতে বসলাম ব্যক্তিগত খোঁজ খবর আর ব্লগ দিবসের হালকা মুখবন্ধ নিয়ে, আসলে লন্ডনের প্রবাসীরা ব্লগ বলতে সামহয়্যারইনকেই বোঝে; আমরা আলোচনা করেছিলাম দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, ব্লগ, ফেসবুক এসব অনলাইন মাধ্যমের ভূমিকা নিয়ে। লন্ডনে অনেকেই পড়াশুনা করতে আসে সারা বাংলাদেশ থেকেই, তবে এর বাইরে বৃহত্তর সিলেটের কমিউনিটির বিরাট এটা প্রভাব আছে এখানে, তাদের ২ অথবা ৩ জেনারেশন এখন লন্ডনের স্হায়ী বাসিন্দা, আমাদের আলোচনার মূল ব্যাপারটি ছিল কিভাবে এই কমিউনিটিতে বাংলা ব্লগকে ইতিবাচক ভাবে উপস্থাপন করা যায়। হয়ত সামনের দিনগুলোতে আরও ব্যাপক এবং গভীরভাবে আমরা কমিউনিটি মিডিয়ার সাহায্যে এই ধারণাকে বিস্তৃত করতে পারি। এরকম একটা প্রত্যয় নিয়ে আমরা ৫ম বাংলা ব্লগ দিবসের কেক কাটি। আইডিয়া লাইব্রেরীর উল্টোদিকে 'কলাপাতা'য় আমাদের জন্য কিছু আয়োজন ছিল খাওয়ার পর হালকা একটা ড্রাইভ ছিল সেন্ট্রাল লন্ডনের দিকে আমরা অনুষ্টানের একপর্যায়ে বাংলাদেশের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলাম, কিন্ত অজানা কারণে আমার পরিচিত সব ব্লগারদের ফোনে পাচ্ছিলাম না (আমার কাছে অবশ্য সর্বসাকুল্যে ২ জনের নাম্বার ছিল!!) আমার ফোনে ৩/৪ টি ছবি তুলেছিলাম, তা আপাতত: শেয়ার করলাম, পরে অন্যদের তোলা ছবিগুলো শেয়ারের আশা রাখছি। কৃতজ্ঞতা: সামহয়্যার ইন ব্লগের কর্ণধর জানা আপুকে তার মূল্যবান ফোনের জন্য আর আমিনুল ভাইকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।