বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের কোনাবাড়ীতে আজ ভোরে দুটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে ছাত্রদল-যুবাদল ও শিবির কর্মীরা।
এ সময় ট্রাকের চালক ও হেলপারকে মারপিটও করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে রাবার-বুলেট টিয়ারশেল নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে সদর উপজেলার টুকরা ছোনগাছা ও খোকশাবাড়ীতে অবরোধকারীরা বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরন ঘটিয়ে একটি মোটর সাইকেলসহ কয়েকটি অটোরিক্সা ভাংচুর এবং আওয়ামীলগের দুই কর্মীকে মারপিট করেছে।
এছাড়াও সকালে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সমাজকল্যান মোড়, বহুলী বাজার, শিয়ালকোল, চন্ডিদাসগাতী, উল্লাপাড়ার শ্রীকোলা মোড় ও বোয়ালিয়া বাজারে বিচ্ছিন্নভাবে টায়ার জ্বালিয়ে পিকেটিং করা হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে তারা সটকে পড়ে। অপরদিকে, সকাল থেকেই মহাসড়ক দিয়ে কিছু যানবাহন চলাচল করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, বিচ্ছিন্ন দু'একটি ঘটনা ছাড়া পরিস্থিতি শান্ত রয়েছে। শহরের গুরুত্বপূর্ন পয়েন্টে বিজিবির পাশাপাশি অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।