সকাল সাড়ে ৯টায় তার ঢাকায় এসে পৌঁছানোর কথা।
আবাহনীর ব্যবস্থাপক সত্যজিৎ দাস রুপু জানিয়েছেন, “এক মৌসুমের জন্য আলী আকবরকে আনা হচ্ছে। এ মৌসুমে লিগ এবং পরের টুর্নামেন্টগুলোতে কোচের দায়িত্ব পালন করবেন তিনি। ”
ফেডারেশন কাপ শুরু হওয়ার আগের দিন অস্ট্রেলীয় কোচ নাথান হলকে বিদায় করে দেয়ার পর আলী আকবরকে আবার নিয়ে আসার সিদ্ধান্ত নেয় আবাহনী। হল মাত্র একমাস আবাহনীর কোচের দায়িত্ব পালন করেন।
নভেম্বরের শেষ সপ্তাহে ঢাকায় আসার কথা ছিল আলী আকবরের। কিন্তু ফেডারেশন কাপের পর তাকে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় আবাহনী।
ফুটবল মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপে তেমন ভালো করতে পারেনি দেশের অন্যতম জনপ্রিয় দলটি। সেমিফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে হেরে যায় তারা।
এর আগে ২০১০-১১ ও ২০১১-১২ এই দুই মৌসুম আবাহনীর কোচের দায়িত্বে ছিলেন আলী আকবর।
২০১১-১২ মৌসুমে আবাহনীকে পেশাদার লিগের চতুর্থ শিরোপা এনে দেয়ার কৃতিত্ব তার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।