বাবুনগরী আইনস্টাইন
এখানে একটা বিষয় লক্ষনীয় যে, কোন জাতীয় ইস্যুতে ভারতে দলমত নির্বিশেষে সবাই একমত। বাংলাদেশে সরকার বা বিরোধীদল একে অপরের দূর্বলতায় বগল বাজায়। সম্প্রতি কাদের মোল্লার ফাঁসির ঘটনায় পাকিস্থানের আচরণের প্রতিবাদে প্রধান রাজনৈতিক দলগুলোর কোন বক্তব্য চোখে পড়লো না। সরকার শুধু দায়সারা একটা প্রতিবাদ জানালো। কাদের মোললা কি করেছে, কতটুকু পাকিসতানের জন্য করেছে যার জন্য পাকিসতানে শোকের মাতম উঠেছে ।
বিচারের রায় সঠিক তা আরেকবার পরমানিত । আমার মনে হয় এখুনি সময় এসেছে পাকিস্থানকে নিয়ে নতুন করে ভাববার। এই মুহূর্তে যে পদক্ষেপ গুলো নেয়া জরুরী তা হলো: ১. পাকিস্থানের রাষ্ট্রদুতকে ডেকে এর তীব্র প্রতিবাদ জানানো। ২. জাতিসংঘে পাকিস্থানের বিরুদ্ধে বাংলাদেশের সার্বোভৌমত্বের প্রতি হস্তক্ষেপের প্রতিবাদে চিঠি পাঠানো। ৩. বাংলাদেশে পাকিস্থানের দুতাবাস বন্ধ ঘোষনা।
৪. পাকিস্থানের সাথে সকল, রাজনৈতিক, অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা। ৫. পাকিস্থানের কোন নাগরিককে বাংলাদেশের ভিসা না দেয়া। ৬. পাকিস্থানের সকল কিছু বয়কট করা।
http://youtu.be/QnSe53y9yeA
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।