পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
চরম সমালোচনার দলের নাম পাকিস্থান জাতীয় ক্রিকেট দল। সমালোচনা যেন তাদের দৈনন্দিন সফরের সংগি। তবে এবারের ঘটনা একটু করুনও বটে। আজ সিরিজ নির্ধারনি ম্যাচের পুর্বে সকাল বেলা হোটেল থেকে বেরুনোর সময় পাওয়া যাচ্ছিল না উইকেট কিপার জুলকারনাঈনকে।
এবিষেয়ে পাকিস্থানি ক্রিকেট বোর্ড আইসিসি এন্টিকরোপশন ও সিকিউরিটি ইউনিটকে লিখিত ভাবে অবিহিত করেছে। তাছারা দুবাই লোকাল সিকিউরিটিও তল্লাশে নেমেছে।
তার উধাও হবার কারণ স্পস্ট না হলেও কিছু কিছু সিমটমের কারনে বলা হচ্ছে তাকে হত্যার হুমকির ফলরই তিনি দল থেকে গায়েব। গতকাল তার ফেসবুকের ষ্ট্যাটাসে লিখা ছিল "leaving pakistan cricket because get bad msg fr 1 man fr lose the match in last game."
তার ভাই রাজা হায়দার বলেন, জুলকারনাইন গতকাল তাকে বলেছিল, তাকে এসএমএস মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়েছে। কিন্তু এ বিষয়ে বিস্তারিত কিছুই জানায় নি।
পাকিস্থানি টিভি চ্যানেল 'জিও' রিপোর্টে বলা হয়, তিনি গতকাল একটি এসএমএস পেয়েছেন, যেখানে তাকে এবং তার পরিবারকে হুমকি দেয়া হয়েছে। তিনি লাহোরে তার পরিবারকে সরকারি সিকিউরিটি দেবার আহ্বান জানান। এবং তিনি সম্ভবত ইউকে চলে গিয়েছেন।
খেলুয়ারদের পাসপোর্ট সাধারণত টিম মেনেজারের নিকট জমা থাকে। টিম মেনেজার সারওয়ার বলেন, গত রাতে তিনি কোন বিশেষ কারণের কথা বলে অল্পসময়ের জন্য পাসপোর্ট চেয়ে নেন, কিন্তু পরে তিনি তা আর জমা দিতে আসেন নি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।