চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারি মোদিকে আটকাতে বাংলাদেশের মানুষেরা কি কিছু করতে পারেন ? প্রত্যক্ষভাবে হয়ত না। পরোক্ষভাবে কিন্তু কিছুটা পারেন। মোদি তখনই প্রধানমন্ত্রী হতে পারেন, যখন ভারতে হিন্দু ভোটের তীব্র মেরুকরণ হবে। এটা ভারতের অভ্যন্তরীণ বিভিন্ন দলের কার্যকলাপের ফলে তৈরি হতে পারে, স্বয়ং বিজেপির রামমন্দির ইস্যু যেমন মেরুকরণ তৈরি করেছিল দু দশক আগে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি এই ধরণের মেরুকরণে নানা অনুঘটকের কাজ করে থাকে নানা সময়ে।
পাকিস্থান বা বাংলাদেশে যদি মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি তীব্র হয়ে ওঠে, তবে ভারতেও তার কিছু প্রতিক্রিয়া অবশ্যই হয়। বাংলাদেশে জামাত বা হেফাজতের মত শক্তির উত্থান ভারতে বিজেপি এবং মোদির হিন্দু মেরুকরণের চেষ্টায় সাহায্য করবে বইকি। তাই গোটা উপমহাসদেশ জুড়ে উগ্র সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতার বিরুদ্ধে একযোগে লড়াই চালানোটা খুবই জরুরী।
বলা বাহুল্য ধর্মপ্রাণতা আর ধর্মান্ধতা/সাম্প্রদায়িকতা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। ধর্মান্ধতা/সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইকে ধর্মের বিরুদ্ধে লড়াই ভেবে নিশ্চয় কেউ আহত হবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।