আমাদের কথা খুঁজে নিন

   

ইফতেখার চৌধুরী অভিযুক্ত

চলচ্চিত্র পরিচালক ইফতেখার চৌধুরীর কাজ বয়কট করেছে চিত্রগ্রাহক সমিতি। তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনেছে সমিতির সভাপতি রেজা লতিফ। গতকাল এফডিসিতে সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বুধবার ইফতেখার চৌধুরীর 'অ্যাকশন জেসমিন' চলচ্চিত্রের শুটিং চলার সময় লাইট ঠিক করতে বলেন ওই চলচ্চিত্রের চিত্রগ্রাহক কাজী কাদের। এতে ইফতেখার অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে কাজী কাদেরকে সেট থেকে বের করে দেন। ইফতেখার এফডিসির চলচ্চিত্রকারদের উদ্দেশ করে বলেন, 'এখানকার সবাই অশিক্ষিত।

চলচ্চিত্র সম্পর্কে এদের কোনো ধারণা নেই'। চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতির সভাপতি রেজা লতিফ ঘটনাটি পরিচালক সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকনের কাছে লিখিতভাবে জানান এবং ইফতেখারের চলচ্চিত্রের কাজ সমিতির সদস্যরা করবে না বলে জানিয়ে দেন। কারণ অশিক্ষিত আখ্যা দিয়ে চলচ্চিত্রকারদের হেয় করার দুঃসাহস দেখিয়েছেন এই নির্মাতা। এদিকে এই ঘটনা সম্পর্কে জানতে ইফতেখারকে ফোন দিলেও তিনি কল রিসিভ করেননি। পরিচালক সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকন জানান, ঘটনা সম্পর্কে জানতে চেয়ে ইফতেখারকে সমিতির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।

অভিযোগ প্রমাণ হলে তার বিরূদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.