আমাদের কথা খুঁজে নিন

   

চবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন

বৃহস্পতিবার দুপুরে ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় আইনের ১৪ (১) ধারায় রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর তাকে নিয়োগ দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৯৮১ সালে চবি সমাজতত্ত্ব বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেন ইফতেখার। ১৯৮২ সালে এ বিভাগেই প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি। ১৯৮৮ সালে জাপানের সুকুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
১৯৯৬ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান নতুন এই উপ-উপাচার্য।
বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সমাজতত্ত্ব বিভাগের সভাপতি, চবি শিক্ষক সমিতির সভাপতি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশনের মহাসচিব এবং চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষধের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ইফতেখার।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.