আমাদের কথা খুঁজে নিন

   

জিতেই চলেছে ফাহাদ

বিশ্ব যুব দাবায় জয়ের ধারা অব্যাহত রয়েছে বাংলাদেশের ক্ষুদে ফিদে মাস্টার ফাহাদ রহমানের। সংযুক্ত আরব আমিরাতের আল আইনে বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডেও জয় পেয়েছে ফাহাদ। কনিষ্ঠ এ ফিদে মাস্টার তৃতীয় রাউন্ডে ভারতের আরণ্যক ঘোষকে হারিয়েছে। এই চ্যাম্পিয়নশিপে ১০৭ দেশের মোট ২০৪ জন দাবাড়ু অংশ নিচ্ছেন। ১১ রাউন্ডের এই প্রতিযোগিতা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।

গত জুলাইয়ে দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টারের খেতাব পায় ফাহাদ রহমান। এরপর থেকে তার স্বপ্ন গ্র্যান্ড মাস্টার হওয়ার। একদিনে বিশ্বকাপ জয় করার স্বপ্নও দেখে সে। চতুর্থ শ্রেণীর এই ছোট্ট বালক এরই মধ্যে জাতীয় সাব-জুনিয়র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ক্যারিয়ারে এ পর্যন্ত জাতীয় দলের পাঁচ দাবাড়ু এবং চার ফিদে মাস্টারকে হারিয়েছে ফাহাদ।

এ ছাড়া একজন ফিদে মাস্টার এবং একজন মহিলা আন্তর্জাতিক মাস্টারের সঙ্গে ড্র করেছে। বিশ্ব দাবায় উভয় বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই আরব আমিরাতে গেছে ফাহাদ।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।