আমাদের কথা খুঁজে নিন

   

জিতেই চলেছে জুভেন্টাস

রোববার বড় ব্যবধানে জিতেছে রোমাও। ঘরের মাঠে কাতানিয়াকে ৪-০ গোলে হারিয়েছে তারা। টানা নবম জয়ের সুবাদে ১৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আরো সুসংহত জুভেন্টাস। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রোমা। আতালান্তা সফরে ষষ্ঠ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজের গোলে এগিয়ে যায় জুভেন্টাস।

তবে ১৫ মিনিটে তেভেজের স্বদেশী মিডফিল্ডার ম্যাক্সিমিলিয়ানো মোরালেসের গোল সমতা নিয়ে আসে ম্যাচে। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর অবশ্য একতরফা খেলেই জয় নিশ্চিত করে সেরি-আর সফলতম দল। গোল করেন ফরাসি মিডফিল্ডার পল পোগবা, স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো লরেন্তে ও চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদাল। সেরি-আর অন্যান্য ম্যাচে হেলাস ভেরোনা ৪-১ গোলে লাৎসিওকে, তোরিনো একই ব্যবধানে শিয়েভোকে, বোলোনিয়া ১-০ গোলে জেনোয়াকে ও ফিওরেন্তিনা একই ব্যবধানে সাসসুয়োলোকে হারিয়েছে এবং সাম্পদোরিয়া ও পার্মা ১-১ গোলে ড্র করেছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।