এখানে সিন্ডিকেটবাজদের পাত্তা দেয়া হয় না
টেকা লাগে? দিব গৌরীসেন।
বালিশ লাগে? আছে ডেভিডসেন।
হ, আজা কয়টা দিন ধইরা, গর্জনাটা আগের চে লাম্বা লাম্বা অনুভূত হইতাছে, কান্ধটা চওড়াতর মনে লইতাছে, মৌস্ট প্রভাবলি, কোনো ১ রাইতে তীব্র খিদা লাগায় জনৈক ভূতে ঘুমের ভিত্রে আমার কান্ধে পাও রাইখ্যা মাথাটা টানাটানি করছে, বালিশে মাথা রাখলেই এহন খালি ত্রিকোণমিতির অংক মনে পরে- ১টি কল্লাসমেত গর্জনা কান্ধের সাথে ৪৫ডিগ্রি কোণ করে তির্যকভাবে বালিশে পতিত হয়। কান্ধ থেকে ঐ পতনবিন্দুর দূরত্ব ৩৫সেমি হোলে কল্লাসমেত গর্জনার দৈর্ঘ্য কত?
এনিঅয়ে, এক্ষণে বালিশ উঁচাকরনের বরই জরুরত দেখা দিছে। মেসে এসটা বালিশ কই পামু, বহত চেষ্টাভাবনা কইরা শ্যাষম্যাষ চৌখ গেল নাদুসনুদুস ডেভিড্যার দিগে, পইরা থাইকা দিনে দিনে যেমুন খালি মোটাঐ অইতাছে, কামকাজ নাইকা, যা আজকে থাইকা তুই আমার বালিশ।
ডেভিড্যারে বুনিয়াদী বালিশ বানাইয়া উপ্রে আমার কোমল বালিশ বিছাইয়া দিলাম, হাজার হৌক ঐটা স্টীলবডি, উপ্রে দেওন যাইব না। আমার কাছে কোমল বই আছিল, তারপরেও ডেভিডসেনরে বাইছ্যা লইলাম, মনে ক্ষীণ তামান্না- পকৃতিতে ত কত আশ্চার্য ঘটনাঐ ঘটে, উচ্চঘনত্বর জ্ঞানভাণ্ড থাইকা নিম্নঘনত্বর মগজে জ্ঞানকণা ব্যাপিত অইতেও ত পারে, হউক না ১টা এন্টিগ্র্যাভিটি প্রছেছ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।