আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানি প্রডাক্ট বাইতুল মুকাররামকে বর্জন করুন



শাহবাগীরা নাকি ‪#‎পাকিস্তানী_প্রোডাক্টসের‬ লিস্ট তৈরি করছে। তো তাদের সাহায্য করার জন্য আমি একটু এগিয়ে আসলাম। হ্যাঁ, ঢাকার একদম প্রাণকেন্দ্রে সেটার অবস্থান। বেশ বড় একটা স্থাপনা, ৪০ হাজার লোক সেখানে একসাথে অবস্থান করতে পারবে। অথচ শাহবাগীদের একেবারেই নজরে পড়েনি।

বেশিরভাগ মিছিল মিটিং সমাবেশ কিন্তু এটার চারপাশেই হয়। এখানেই ঘটেছিল ঐতিহাসিক জুতা কেলেঙ্কারী। এখান থেকেই সরকারের জনৈক মন্ত্রীর নামের পাশে জুতা শব্দটা এক্কেবারে জুড়ে গেছে। এইতো বুঝে ফেলেছেন। জ্বী, আমি ‪#‎বায়তুল_মোকাররম‬ মসজিদের কথাই বলছি।

মসজিদটি তৈরী করেন একজন ধার্মিক পাকিস্তানী ব্যবসায়ী, আবদুল লতিফ ইবরাহিম বাওয়ানী। মসজিদের নকশা তৈরি করেন বিশিষ্ট পাকিস্তানী স্থপতি টি আবুল হোসেন থারিয়ানী। কিন্তু বড়ই আশ্চর্যের এবং দুঃখের বিষয় এই মসজিদকে নাকি ‪#‎জাতীয়_মসজিদ‬ ঘোষণা করা হয়েছে। নিশ্চয়ই সব রাজাকারদের ষড়যন্ত্র। এই মসজিদে নামায পড়লে নিশ্চয়ই পড়লে মুক্তিযুদ্ধের চেতনায় ভাঁটা পড়বে।

কিছুদিন আগে হেফাযতিরা নাকি মসজিদের জায়নামায ও চট পুড়িয়েছিল। পুরো মসজিদটিই তখন পুড়িয়ে দেওয়া উচিত ছিল। কেন যে খেয়াল হয় নি?? কতিপয় চেতনাধারী তো এই চট আর জায়নামায পোড়ানো নিয়া কান্নাকাটি জুড়ে দিছিল। গাধা কোথাকার!! কাজেই চেতনাপ্রাণ মুসলিমদের(?)কে ঐ পাকি-মসজিদ বয়কট করার আহ্বান জানানো যাচ্ছে। সরকারকে বলবো ঐ পাকি স্থাপনা নিশ্চিহ্ন করে দিন, তৈরি করুন একটা মনুমেন্ট কিংবা জাফ্রিক বাল বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট।

নতুবা প্রজন্ম আপনাদের ক্ষেম্যা করবে না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.