আমাদের কথা খুঁজে নিন

   

পোস্টে কমেন্ট করতে ব্লক করবে না

ইকোনোমিস্ট

বাংগালীরা কম্প্যুটিং এ বেশ পেছনে পড়ে আছে; কিন্তু ইন্টারনেট ও ব্লগিং এ তুলনামুলকভাবে ভালো করছেন। নতুন জেনারেশন কোনকিছু সঠিকভাবে এনালাইটিক্যালী তুলে ধরতে পারে না; এর হয়তো অনেক কারণ আছে: একটি কারণ, তারা মালটিপল চয়েসে পরীক্ষা দেয়, যাতে তারা কোনকিছু সঠিকভাবে বর্ণনার কথা ভাবতে হয় না: কিছু প্যাটার্ণ খেয়াল রাখলে হয়; অন্য আরেকটি কারণ, তারা টিউটরের উপর নির্ভরশীল, যারা তাদের পাশ করার জন্য পড়ায়, জানতে সাহায্য করে না। এর ফলে, ব্লগিং এ পোস্ট লিখতে গিয়ে তারা কি লেখে নিজেরাও বুঝে না। বাংলাদেশে বর্তমানে লজিক সাবজেক্ট হিসেবে মোটামুটি পড়ানো হয় না; ফলে, নতুন জেনারেশন কোন ব্যাপারে আলাপ করতে গেলে কোনটা ভুল, কোনটা সঠিক মোটেই বুঝে না। ফলে, কমেন্ট এর মাঝে কোন লজিক বা এনালাইটিকস নেই। ব্লগে অনেক পোস্ট যখন পড়ে, বেশীর ভাগই চোখ বুলায়ে চলে যায়, বা ক্লিক করার পর বেরিয়ে যায়: এরা কমেন্ট করে না। এ ব্লগে কিছু ব্লগার কমেন্ট বন্ধ রেখে পোস্ট দেন, যা ব্লগিং এর নীতির বাহিরে: ব্লগিং সব সময় ইন্টারএকটিভ। কিছু ব্লগার তাদের পোস্টে কিছু ব্লাগারকে ব্লক করে দেয়, এটাও ব্লগিং এর নীতির বাহিরে: আসলে, ব্লগিং সফটওয়ারে এ ধরণের অপশন দেয়া ঠিক নয়, সামু ব্লগিংকে অকারণে কন্ট্রোল করছে এই ধরণের অপশন দিয়ে; যারা অন্যের কমেন্ট গ্রহন করতে পারে না, তারা ব্লগিং এ আসতে পারবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.