ব্র্যাক ব্যাংকের টঙ্গী বাজার শাখা থেকে পাঁচ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ৮টার দিকে ব্যাংকের ক্যাশ ডেস্ক ও ড্রয়ারে তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করা হয় বলে টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান।
তিনি বলেন, ব্যাংক থেকে জাল নোট পেয়েছেন বলে এক গ্রাহক অভিযোগ করলে ওই শাখার ব্যবস্থাপক এম সাব্বির হোসেন ক্যাশ ডেস্কে তল্লাশি করে জাল নোট দেখতে পান।
পরে পুলিশ ব্যাংকের ক্যাশ ডেস্ক, ক্যাশ কক্ষ ও ক্যাশ পরিচালনার বিভিন্ন ড্রয়ার থেকে পাঁচ লাখ টাকার জাল নোট উদ্ধার করে।
ওসি ইসমাইল বলেন, তল্লাশির সময় ব্যাংকের ক্যাশ অ্যান্ড ক্রেডিট সার্ভিস কর্মকর্তা মো. মারুফ হাসান কৌশলে পালিয়ে যান। এ ঘটনার সঙ্গে তিনি জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক সাব্বির হোসেন বাদি হয়ে একটি মামলা করেছেন। তাতে পলাতক কর্মকর্তা মারুফ হাসানকে আসামি করা হয়েছে।
খবরটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন!
সোর্স: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।