আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতাল থেকে ফের শিশু চù

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে গতকাল ফের শিশু চুরির ঘটনা ঘটেছে। দুপুরে দেড়টার দিকে সদর উপজেলার নন্দনপুর এলাকার পিকআপ চালক সোহরাব মিয়ার স্ত্রী কল্পনা বেগম (২০) তার দুই মাস বয়সী ছেলে শিশুকে চিকিৎসক দেখাতে জেলা সদর হাসপাতালে আসেন। টিকিট কাটতে কাউন্টারে গেলে এক অপরিচিত বোরকা পরিহিত মহিলা তার জন্য আরেকটি টিকিট কেটে দিতে বলেন। এ সময় দীর্ঘ লাইনে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকতে কষ্ট হবে বলে কল্পনা বেগমের কোল থেকে শিশুটিকে ওই মহিলা কোলে নেন। এরপর উধাও হয়ে যান। কিছুক্ষণ পর টিকিট কেটে এসে শিশুসহ ওই মহিলাকে না পেয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি পাওয়া যায়নি। গত ২০ দিন আগে সদর হাসপাতালের ওয়ার্ডের বেড থেকে শিশু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়। পুলিশ ওই ঘটনার কূলকিনারা করতে পারেনি। হাসপাতালে একের পর এক শিশু চুরির ঘটনায় শহরে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.