আমাদের কথা খুঁজে নিন

   

কাপাসিয়া ও লক্ষ্মীপুরে হরতাল পালিত

বিএনপির মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে গতকাল গাজীপুরের কাপাসিয়া অর্ধদিবস ও স্বেছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সফিউল বারী বাবুসহ শীর্ষ নেতাদের মুক্তি দাবিতে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে বিএনপি। হরতাল চলাকালে বিক্ষিপ্ত পিকেটিং ছাড়া বড় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। প্রতিনিধিদের পাঠানো খবর-

কাপাসিয়া : হরতালের সমর্থনে বিভিন্ন এলাকায় পিকেটিং করেছে নেতা-কর্মীরা। ভাঙচুর করা হয়েছে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে কাপাসিয়ার ধলগড় সেতু এলাকায় চারটি মালবাহী ট্রাক। একই সড়কে নবীপুর এলাকায় একটি লেগুনায় আগুন দেয় পিকেটাররা এবং গাজীপুর-রানীগঞ্জ সড়কে গাছের গুঁড়ি ফেলে বাধা সৃষ্টি করে। লক্ষ্মীপুর : হরতালের কিছু নেতা-কর্মী মাঠে দেখা গেলেও অন্যরা গা ঢাকা দিয়েছেন। জেলা সদরের মান্দারী, কমলনগরের তোরাবগঞ্জ বাজার, রামগতির চর লরেঞ্চসহ বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও ককটেল বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা।

ছোট যানবাহন চলতে দেখা গেছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.