ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চার ওয়ার্ডের ছাদের প্লাস্টার খসে পড়েছে। গতকাল বিকাল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ওইসব ওয়ার্ডে ভর্তিকৃত রোগীরা আতঙ্কে ওয়ার্ডের বারান্দায় এসে আশ্রয় নিয়েছেন।
হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১, ১০, ১১ ও ২০ নম্বর ওয়ার্ডের ছাদে দীর্ঘদিন আগে ফাটল দেখা দেয়। তা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে এখানে চলে আসছে চিকিৎসা কার্যক্রম। গতকাল বিকালে প্রথমে হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডের বাথরুমের পাশে ছাদের প্লাস্টার খসে পড়ে। এ সময় ওই ওয়ার্ডটিতে প্রায় ৩০ জন মহিলা রোগী চিকিৎসাধীন ছিলেন।
আকস্মিকভাবে ছাদের প্লাস্টার খসে পড়ায় ভয়ে-আতঙ্কে মহিলা রোগীরা হাসপাতালের ওই ওয়ার্ডের বারান্দায় এসে আশ্রয় নেন।
পরে একইভাবে হাসপাতালের ১, ১১ ও ২০ নম্বর ওয়ার্ডের ছাদের প্লাস্টার খসে পড়ে বলে জানান ময়মনসিংহ জেলা ছাত্রলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও শিক্ষানবিস চিকিৎসক রুহুল আমিন তুহিন।
প্রসঙ্গত, চলতি বছরের ৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার আধুনিক নতুন ভবনের উদ্বোধন করেন। কিন্তু প্রায় ৯ মাস শুধুমাত্র নতুন ভবনে আউটডোর সুবিধা চালু রয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব:) মুজিবুর রহমান ফকির জানান, ৩০ থেকে ৩২ বছর আগের পুরনো ভবন। সেখানে ফাটল ধরতেই পারে। খুব দ্রুত সময়ের মধ্যে নতুন ভবন চালু হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।