নির্বাচন বাতিল ও এরশাদের মুক্তির দাবিতে সিলেট বিভাগে আজ সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জাতীয় পার্টি। গতকাল বিকালে মিছিল পরবর্তী সমাবেশ থেকে হরতালের ঘোষণা দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকী। এ ছাড়া এরশাদের নির্দেশ অমান্য করে প্রার্থী হওয়ায় সিলেট-২ আসনের প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়া ও সিলেট-৫ আসনের প্রার্থী সেলিম উদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। গতকাল বিকালে সিটি পয়েন্ট থেকে জাতীয় পার্টির উদ্যোগে মিছিল বের হয়ে জিন্দাবাজার ঘুরে আবার সিটি পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকী আজ সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেন। এ ছাড়া বক্তারা পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশ অমান্য করে সিলেট-২ আসনের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইয়াহইয়া চৌধুরী এহিয়া ও সিলেট-৫ আসনে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিন প্রার্থী হওয়ায় তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সাব্বীর আহমদ প্রমুখ।
মহানগরের সাবেক সাধারণ সম্পাদক ইশরাকুল হোসেন শামীম, জেলা মহিলা দলের সভানেত্রী নাহিদা চৌধুরী, সাধারণ সম্পাদক হেনা বেগম ও মহানগরের সভানেত্রী শিউলি আক্তার প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।