কুষ্টিয়ার দৌলতপুরে নিজ দলের এক নেতাকে বেধড়ক পিটিয়েছেন স্থানীয় সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ছোট ভাই টোকেন চৌধুরী। আশরাফুল ইসলাম নামের ওই নেতাকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত ১০টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পিয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আশরাফুল ইসলাম আল্লারদর্গা বাজারের একটি দোকানে বসে ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে ছয়জন যুবক এসে তাকে টোকেন চৌধুরীর টর্চারসেলে তুলে নিয়ে যায়। গত সংসদ নির্বাচনে রেজাউল হক চৌধুরীর পক্ষে কাজ না করার অপরাধে লাঠি ও চ্যালা দিয়ে আশরাফুল ইসলামকে বেধড়ক পেটান টোকেন চৌধুরী ও তার ক্যাডাররা। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত আশরাফুল ইসলাম বলেন, সর্বশেষ সংসদ নির্বাচনে সে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আফাজ উদ্দিনের পক্ষে ভোট করে। এতে ক্ষিপ্ত হন দলের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল হক চৌধুরী। নির্বাচনের পর রেজাউলের সঙ্গে দেখা না করায় তার ভাই টোকেন ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে আমার ওপর হামলা করেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আফাজ উদ্দিন অভিযোগ করে বলেন, আশরাফুল ইসলাম আমার পক্ষে নির্বাচন করায় রেজাউলের ক্যাডার বাহিনী তাকে বেদম মারপিট করেছে। তিনি বলেন, অন্য ইউপি নেতাদেরও নানাভাবে হুমকি দিচ্ছে তার লোকজন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ বেলায়েত হোসেন বলেন, এ রকম ঘটনা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী ও তার ভাই টোকেন চৌধুরীর মোবাইলফোনে একাধিকবার কল দিলেও তারা রিসিভ করেননি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।