আমাদের কথা খুঁজে নিন

   

হিংসার আগুনে গেল আরো দুই প্রাণ

মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামোটরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাজীপুরের ট্রাকচালক নজরুল ইসলাম (৪৫) ও সিরাজগঞ্জের এক ট্রাক চালকের সহকারী মাজেদুল (৩৫)
গত সোমবার রাতে চালবোঝাই ট্রাক নিয়ে কালিহাতি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে গাজীপুরের কালিয়াকৈর আনসার একাডেমী এলাকা পার হওয়ার সময় আক্রান্ত হয় নজরুলের ট্রাক।
অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় তিনি দগ্ধ হন। ট্রাক উল্টে সড়কের পাশে পড়ে গেলে আহত হন তার মো. নূরুজ্জামানও (৩৫)। তাদের ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মারা যান নজরুল।


নজরুল টাঙ্গাইলের কালিহাতি উপজেলার মালতি গ্রামের ফজর আলীর ছেলে। আগুনে তার মুখমণ্ডল ও গলার অংশ বিশেষ পুড়ে গিয়েছিল।
নজরুলের ট্রাকে পেট্রোল বোমা ছোড়ার ঘটনায় মঙ্গলবার কালিয়াকৈর থানায় ৩৪ জনের বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
নজরুলের মৃত্যুর কিছুক্ষণ পর মারা যান সিরাজগঞ্জের মাজেদুল ও।


ফাইল ছবি ট্রাকভর্তি সবজি নিয়ে নওগাঁ থেকে কুমিল্লা যাওয়ার পথে গত শনিবার রাত ১০টার দিকে সিরাজগঞ্জের বানিয়াগাতি এলাকায় অবরোধকারীদের ছোঁড়া পেট্রোল বোমায় দগ্ধ হন মাজেদুল। রোববার সকালে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।
ফাইল ছবি
ওই ঘটনায় মাজেদুলের ট্রাকের চালক মো. শাহীনও (২৮) দগ্ধ হন। তিনিও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
মাজেদুলের শরীরের ৯০ শতাংশ এবং শাহীনের ৭০ শতাংশ আগুনে পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানান।


বিরোধী জোটের লাগাতার হরতাল-অবরোধে এর আগে বাসে অগ্নিসংযোগ এবং পেট্রোল বোমায় দগ্ধ হয়ে প্রায় ২০ জন নিহত হন।
মঙ্গলবার সকালে চট্টগ্রামের ফৌজদারহাটে পেট্রোলবোমায় পুড়ে মারা যায় একটি ট্রাকে থাকা সাতটি গরু। বোমায় জ্বলন্ত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়লে আসবাবপত্রের কয়েকটি দোকান, কারখানা ও গুদাম পুড়ে যায়।
সোমবার রাতে ঢাকার নয়া বাজারে ট্রাকে ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হন এক চালক, একইভাবে গাজীপুরেও এক ট্রাকচালক দগ্ধ হন।
১৮ দলের পঞ্চম দফা অবরোধ কর্মসূচি শেষ হওয়ার পর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বাংলা মোটর পুলিশ বক্সের সামনে পুলিশের রিকুইজিশন করা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।


ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের উপ-কমিশনার খান মোহাম্মদ রেজওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে পুলিশ কনস্টবল মো. ফেরদৌস (৩৫) নিহত হন।
ওই বাসের চালক মো. বায়েজিদ (২৫) ও কনস্টেবল ফায়জুল ইসলামও (৪১) দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এনিয়ে হরতাল ও অবরোধের পেট্রোল বোমার আগুনের ঢাকা মেডিকেলে আসা অন্তত ১৯ জনের মৃত্যু হলো।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.