বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility হুম খুবই অল্প আয় এই মাসে চলতে কষ্ট হবে বৈকি ।
ব্যবসায়ে বিনিয়োগ করার ইচ্ছা নাই, খুবই সামান্য । তাই মাথায় ঘুর ঘুর করতেছে একটা নতুন ফুন বা প্যাড কিনার ।
কারন আমার রাতে ঘুমাইতে ঘুমাইতে মুভি দেখার বা অনলাইনে ভাষা শেখা বা কোন কিছু করা নিয়ে গুতাগুতির বদ অভ্যাস আছে ।
ছোট্ট মোবাইলটা কাজের কিন্তু গ্যালাক্সি জিও টা এসটু বা এস থ্রি এর পরিপূরক নয় ।
চার্জ তো থাকেই না স্পিড ও কম লাগে । আর কত ওভার ক্লক করব ?
বাজেট বেশী না ২০ হাজার এর বেশী আপাইব না ।
এখন কথা হল বাজেট নিয়ে না বাজেট আগে পিছে ধার দুর করে করা যাবে ব্যাংক থেকে ।
গ্যালাক্সি ২ টেব লইব নাকি আরেকটা ফুন নিব এসটু বা থ্রি টাইপের কিছু নিব , বুঝতাছি না ।
নিজের প্রয়োজনটা নিজেকেই বুঝাইতে পারতেছি না ।
আবার গেমসও গেমানো হয় ।
কারন এখন বাজারে যাইব দ্রব্যদি কিনিতে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।