আমাদের কথা খুঁজে নিন

   

জীবন সন্ধ্যায় কোন বাবা-মায়ের আশ্রয় যেন বৃদ্ধাশ্রম না হয় ।

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন

সব বাবা-ই চান, তাঁর সন্তান যেন তাঁর ভালো দিকগুলো পায় । সে যেন মানুষের মতো মানুষ হয়ে বাবার নাম উজ্জ্বল করে । সে যেন সবসময় সত্যের পথে থাকে, সে যেন পড়ালেখা করে বড় হয়ে সুন্দর একটি ভবিষ্যৎ এর অধিকারী হয় ।

একজন বাবা হিসেবে, তিনি তাঁর ছেলের ভালোর জন্য সবকিছু করতে তৈরি থাকেন, সব ধরনের ত্যাগ স্বীকার করতে দ্বিধা করেন না । তবেই তিনি বাবা ।

পৃথিবীর সব বাবারাই কমবেশি এমন । কিন্তু, তাঁদের মাঝে সবাই সন্তানের চোখে "নায়ক" হতে পারেন না । যারা পারেন, তাঁরা ভাগ্যবান । তাঁদের ত্যাগ সার্থক ।

দিনের পর দিন, শুধু সন্তানের মুখের পানে চেয়ে নিজের সবটুকু উজাড় করে দেয়া সেইসব বাবা ও মাকে পা ছুঁয়ে প্রণাম করি ও শ্রদ্ধা জানাই ।

সাথে সাথে আশা করি, পৃথিবীর সব সন্তান যেন বাবা-মায়ের স্নেহ পায় । কেউ যেন বঞ্চিত না হয়, কেউ যেন অভিশাপ পাওয়ার মতো কাজ না করে । বাবা-মায়ের জীবনের বিকেলবেলায়,সন্তান যেন তাঁদের পাশে ছায়া হয়ে থাকে, যেমনটি ছোটবেলায় তাদের বাবা-মা থাকেন । জীবন সন্ধ্যায় কোন বাবা-মায়ের আশ্রয় যেন বৃদ্ধাশ্রম না হয় । বাবা-মায়ের সাথে সন্তানের এই স্বর্গীয় সম্পর্ক অমর হোক ।



সবাই ভালো থাকুন । শুভরাত্রি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.