আমাদের কথা খুঁজে নিন

   

আশুলিয়ায় বাংলা-জাপান গার্মেন্টসে আগুন

শিল্পাঞ্চল আশুলিয়ার ইউনিক এলাকার বহুতল ভবনের বাংলা জাপান ট্রেডিং লি:  নামক একটি তৈরী পোশাক কারখানার ৭ম তলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় প্রায় তিন ঘন্টা পর আগুন নির্য়ন্ত্রনে আনে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রতেক্ষ্যসূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৭টায় আশুলিয়ার ইউনিক এলাকার বহুতল ভবনের বাংলা জাপান ট্রেডিং লি: নামক একটি তৈরী পোশাক কারখানায় প্রথমে ৭ম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পরে। খবর পেয়ে ডিইপিজেড এর ২টি কালিয়াকৈর সাভার ধামরাই সহ মোট ৮ ইউনিট ও সাভার সেনানিবাসের ৯ম পদাতিক ডিভিশনের সদস্যরা প্রায় তিন ঘন্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রনের আনে।এদিকে কারখানাটিতে রাতের সিফটে কোন কাজ হয়নি এবং সকাল ৮টার দিকে যথারীতে আজকের মতো কাজ শুরু না হওয়ার বিষয়টি স্থানীয় সূএে জানা গেছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কি পরিমান ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো বলা যাচ্ছেনা এছাড়া হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.