বৃহস্পতিবার ভোরে এ ঘটনায় নিহত মো. আব্দুস সালাম (২৫) ও অপু (২৩) সম্পর্কে খালাত ভাই বলে পল্টনের ওসি মোর্শেদ আলম জানান।
সালাম রেস্তেরাঁ ব্যবসায় জড়িত ছিলেন। তার বাড়ি জামালপুরে। আর অপু ঢাকা কলেজের ছাত্র।
ওসি জানান, ভোরে কমলাপুর থেকে রিকশায় করে কামরঙ্গীর চরে যাওয়ার সময় একটি ট্রাক তাদের পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সালাম ও অপুর মৃত্যু হয়।
তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।