আমাদের কথা খুঁজে নিন

   

‘ঢাকা চল’ প্রচারণায় চট্টগ্রাম বিএনপি

বৃহস্পতিবার সকালে নগরীর বিভিন্ন স্থানে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে প্রচারপত্র বিলি শুরু করেন বিরোধী দলের নেতারা।
পঞ্চম দফা অবরোধের শেষ দিন মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ নামে ঢাকা অভিমুখী যাত্রার কর্মসূচি দেন বিএনপি চেয়ারপার্সন। ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করার আহ্বানও জানান তিনি।
চকবাজার, মেডিকেল পশ্চিম গেইট, প্রবর্তক মোড এলাকায় প্রচারপত্র বিলির সময় বিএনপি নেতা শাহাদাত বলেন, “জনগণের ভোট ছাড়া আসন ভাগাভাগির মাধ্যমে ১৫৪ জন এমপি হয়ে যাচ্ছে। এ কারণে দেশের শতকরা ৬০ ভাগ নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে।”
সবাইকে ‘মার্চ ফর ডেমোক্রেসিতে’ অংশ নেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, “আসুন গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় কৃষক-শ্রমিক, পেশাজীবীসহ দলমত নির্বিশেষে ‘ভোটারবিহীন’, ‘একদলীয়’ ও ‘প্রহসনের’ নির্বাচন প্রতিহত করি।”
তার সঙ্গে ছিলেন নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, বিএনপি নেতা মো. আলী, আনোয়ার হোসেন লিপু, কেন্দ্রীয় ছাত্রদল নেতা এসএম সালাউদ্দিন, কামরুল ইসলাম, নগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ প্রমুখ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.