আমাদের কথা খুঁজে নিন

   

সহায়তায় প্রস্তুত জাতিসংঘ

সাভারে রানা প্লাজা ধসে বহু পোশাককর্মী নিহত হওয়ায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। গত শনিবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে মুন বলেন, ওই ভবনধসের ঘটনায় ব্যাপক প্রাণহানিতে তিনি ভীষণ মর্মাহত। ভবনধসে এ পর্যন্ত চার শতাধিক পোশাককর্মীর লাশ উদ্ধার করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ওই মর্মান্তিক ঘটনায় যাঁরা স্বজন হারিয়েছেন বা অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, জাতিসংঘের মহাসচিব তাঁদের সবার প্রতি আন্তরিক সহানুভূতি জানাচ্ছেন।’ মুন ভবনধসের ঘটনায় যেকোনো ধরনের সহায়তা করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন।
মুনের মুখপাত্র মার্টিন নিসার্কির এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানায়, গত সপ্তাহে ঢাকার অদূরে সাভারে ভবনধসে পোশাককর্মীদের হতাহতের ঘটনায় জাতিসংঘের মহাসচিব অত্যন্ত দুঃখ পেয়েছেন। এ ঘটনায় তিনি বাংলাদেশের সরকার ও জনগণের প্রতিও তাঁর সমবেদনা জানান। আইএএনএস।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.