আমাদের কথা খুঁজে নিন

   

শীতার্তদের সহায়তায় এগিয়ে আসুন~



এক রঙ্গা এক ঘুড়ি, একটি ফেসবুক গ্রুপ। আমরা স্বপ্নে মাতি। আমরা এক রঙ্গে সাজি। আমরা এক আকাশের কিছু রঙ্গীন ঘুড়ি। আমরা আনন্দের সঙ্গে জানাতে চাই আমাদের কার্যক্রম আমরা শুধু ফেসবুকে সীমাবদ্ধ রাখিনি।

আমরা সামাজিকভাবে একত্রিত হয়েছি। চেষ্টা করছি সমাজ সংসার তথা মানুষের জন্য কিছু করার। মানুষের কল্যানে নিজেদের নিয়োজিত করার। সেই চেষ্টার অংশ হিসেবে আমরা গত বছর রংপুরের এক প্রত্যন্ত এলাকায় শীতের কাপড় দিয়ে এসেছিলাম। তার জন্য ধন্যবাদ জানাই এই ব্লগের ব্লগারদের।

কারন এই মহতী কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এই ব্লগের অনেক ব্লগারবৃন্দ সহ ফেসবুক এবং আমাদের বন্ধু বান্ধব সহ আরো অনেকেই। এক রঙ্গা এক ঘুড়ি গ্রুপের একটি টিম কয়েকদিন ক্যাম্পেইন করেছিল শীতার্তদের জন্য গরম কাপড় সংগ্রহে। তাদের কাছেও অনেকে পাঠিয়েছেন অসহায় মানুষদের জন্য গরম কাপড়। সবার সম্মিলিত চেষ্টায় আমরা সফল হয়েছিলাম কিছু মানুষের শীত নিবারনে। শীতের প্রকোপ বাড়ছে।

আমরা আমাদের এ বছরের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আগামী ডিসেম্বরের ২৫ তারিখ থেকে আমরা শীতের কাপড় সংগ্রহে নামছি। সবার প্রতি অনুরোধ করছি এই কাজে সামিল হবার জন্য। আমাদের একটি টিম আপনার কাছ থেকে সাহায্য অথবা শীতার্তদের জন্য গরম কাপড় সংগ্রহ করবে আপনার দেয়া ঠিকানা অনুযায়ী গিয়ে। আমার আপনার আমাদের সম্মিলিত এই উদ্যোগে শীত নিবারন হতে পার একজন শিশুর একজন বৃদ্ধের বা একজন মহিলার।

আসুন তাদের পাশে দাড়াই। মানবতার জয়গান গাই। আমাদের শুভ ইচ্ছে আমাদের নিয়ে যাবে আরো অনেক পথ এই বিশ্বাসে চলুন একসাথে পথ হাটি। সাহায্য গ্রহনের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০১০ - জানুয়ারী ১৫, ২০১১ কাপড় বিতরনঃ জানুয়ারী ২১, ২২ এবং ২৩ যোগাযোগের জন্য ফোন করুনঃ তাহমিদঃ ০১৯৩৬৫১৫২১৭ তমালঃ ০১৬৭১৭১৫০১৪ ঢাকায় ৪টি লোকেশনে ক্যাম্পেইন করার তারিখ এবং সময় চুড়ান্ত করা হয়। তারিখ সময় এবং মুল সদস্যদের নাম নীচে দেয়া হল।

সবাইকে উল্লেখিত তারিখে নির্ধারিত সময়ের পুর্বে উক্ত স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এক রঙ্গা এক ঘুড়ি শীত বস্র সংগ্রহ টিমঃ ১। তমাল ২। মাহমুদা ৩। জিয়াউল আবেদীন সাকিব ব্লগার ট্যাঁশগরু ৪।

ব্লগার সৌরভিকা ৫। ব্লগার কবি এস এম তাহমিদূর রহমান ৬। ফাহরিন ৭। রুবি ৮। লামিয়া ৯।

মুহিব নীরব ১০। ব্লগার কবি মাহির ১১। কবি এসআরপি ১২। সাইফ সুজন ১৩। শিমুল ১৪।

নীল @ এ ছাড়াও উপরোক্ত ক্যাম্পেইনে এক রঙ্গা এক ঘুড়ি গ্রুপের সাধারন সদস্যাগন অংশগ্রহন করতে পারবেন। ক্যাম্পেইনের সময় স্থান এবং তারিখঃ তারিখঃ সোমবার, ডিসেম্বর ২৭, ২০১০ স্থানঃ ধানমন্ডি ২৭ নম্বর রাস্তার মোড়ে, রাপা প্লাজা সময়ঃ সকাল ১০-৩০ মিনিট তারিখঃ রবিবার, জানুয়ারী ০২, ২০১১ স্থানঃ বনানী কামাল আতার্তুক এভিনিউ থেকে গুলশান সার্কেল ২ সময়ঃ সকাল ১০-৩০ মিনিট তারিখঃ শুক্রবার, জানুয়ারী ০৭, ২০১১ স্থানঃ বসুন্ধরা সিটি কম্পলেক্স সময়ঃ দুপুর ০২-৩০ মিনিট তারিখঃ মঙ্গলবার, জানুয়ারী ১১, ২০১১ স্থানঃ গুলশান পিঙ্ক সিটির সম্মুখে সময়ঃ সকাল ১০-৩০ মিনিট এই পোষ্টটি নিয়মিত আপডেট করা হবে। ইতিমধ্যে ব্যাক্তিগতভাবে কয়েকজন সহ-ব্লগার, বন্ধু এই উদ্যোগের সঙ্গে একত্বতা প্রকাশ করেছেন। সাহায্যের অঙ্গীকার করেছেন। তাদের জন্য বিনম্র সালাম এবং শ্রদ্ধা।

তাদের কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক বিধায় নাম প্রকাশ করা হচ্ছে না। কিছু নাম আজ যুক্ত করা হল। ১। শ্রদ্ধেয় ব্লগার জোহরা ফেরদৌসী ২। ব্লগার হরবোলা ৩।

ব্লগার মুরুব্বী ৪। ব্লগার কবি জিয়া রায়হান ৫। ফাহরিন ৬। মাহমুদা ৭। লামিয়া ৮।

শিমুল ৯। ব্লগার কবি এস এম তাহমিদুর রহমান ১০। সাইফ সুজন ১১। ইফতেখারুল ইসলাম ১২। মুকুল ১৩।

ব্লগার কবি হাসান সুমন ১৪। ইভা ১৫। ব্লগার কবি রোদেলা ১৬। তমাল ১৭। ব্লগার কবি মাহির ১৮।

ব্লগার সাইক্লোন ১৯। ব্লগার মাহাফুজুর রহমান ২০। ব্লগার ছেলেবেলা ২১। ব্লগার চারুমান্নান ২২। ব্লগার রাজিন ২৩।

ব্লগার রুবেল আহমেদ ২৪। ব্লগার কবির য়াহমেদ ২৫। ব্লগার পাশা ২৬। ব্লগার টূনটূন ঝুনঝুন ২৭। ব্লগার সৌরভিকা ২৮।

ব্লগার ফিয়াসকো ২৯। ব্লগার মনজুরুল হক ৩০। মুহাম্মদ হাবিবুর রহমান নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এবং দুটি প্রতিষ্ঠান। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন।

সফল করে তুলুন এই মহতী কার্যক্রম। এক রঙ্গা এক ঘুড়ির সঙ্গে থাকুন। শুভ ব্লগিং।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.